মানব রক্তে ও মাটি হয় ঊর্বর ।
তাই বলে কী- রক্ত ঝরানো দরকার ?
সংসার চলে অধিক উৎপাদিত ফসলে
কতটা যুক্তি তার সুরক্ষাটা বিষঢেলে ?


সন্তান চাই শক্ত পাকাপোক্ত ,
তাই বলে খেলাধুলা বাদ! হোক পড়ায় ভক্ত ।
বৃদ্ধ মাতাপিতা তাঁরা অকর্মণ্য- শূন্য শ্রম ,
তাই বলে কি রাখ তাঁরে দূরদেশ- বৃদ্ধাশ্রম !


পুরুষ মনচাহা অনেক সাদী করে
সমাজ- বিধবা, সধবারে নাজেহাল করে ছাড়ে ।
ভাবনা, নারী মানে- তাঁর স্বাধীনতা কম
নর অধিকারে পুষ্ট, হোক না তার অনাচার ধরম !
উপরে উদার ভাবনা ! জাতপাত তুচ্ছ ,
অসীম তার গোঁড়ামি, জাত সংস্পর্শ অসহ্য ।


(ইং-২৮-০৬-২০১৯)