কার এ ঘৃণ্য কাজ অস্ত্রে শুধু সাজ ?
প্রাণীকুল ধ্বংসে চায় একছত্র রাজ !
ভাবে, এমনি কর্মকাজে হবে জয় ,
পরিণাম !স্বজন ধ্বংস, নিজ ক্ষয় ।


এর নেই আক্ষেপ, বিন্দু ভ্রূক্ষেপ ,
মূর্খের হদ্দ ! সদা আগে পদক্ষেপ ।
এক শ্রেণীর উসকানী, তাল, তায় -
নির্মম অশান্তিকামী, যুদ্ধ বাঁধায় ।
এমন কুকাজে, জাত-জাত করে ,
কত উদার, আবির্ভাব ভূঁইফুঁড়ে ।


তারা ভাবে না, অদূরে সে জাত
একদা নিজ ঘরে করিবে আঘাত ।
নিজ জাত হস্তে- নিজেরাই হন্তি ,
এও নাকি কাম্যে তার পরম শান্তি !


(ইং-১৮-০২-২০১৯)
*-এখানে, জাত > দুষ্কৃতিকারী, উগ্রবাদী ।