মানুষ, উপকারীর স্বার্থ আগেভাগে খোঁজে ,
ধোঁকাবাজের চালে, স্বাভাবির এমটা- মূলে
কেহ কাউকে বিশ্বাস করে না আজ সহজে ।
এজন্য পাহাড় প্রমাণ কষ্ট, কারো ভাল করা
চাইলে ও পারে না, কার্য সম্পাদনে সুফলে ,
এ সুপথটা বড়ো কঠিন, নানা বিপদে ভরা ।
যারা পার পায়, ইস্পাত-দৃঢ় প্রতিজ্ঞায় মন -
অতি উঁচ্চ বিচার ধরে, ভয়ংকর জীবনপণ !
মানবতার গুণে অঢেল, ত্যাগী- সুধীজন ।


অসীম চেষ্টা, হয়নি কৃতকার্য, হলে পিছপা ,
আর ভুলেও যায় না ঐ পথে, সুযোগে মন
কারণ, তিরস্কারে হয়নি আর জীবন সঁপা ।
তাঁর কটুশিক্ষায় ভীষণ ঝালাপালা অন্তর,
“করিও জীবনে সুখে সব করম আড়ম্বর ,
কক্ষনো ভুলেও করো না কারো উপকার।”


(৩০-১০-২০২০)