মহল্লার মোড়ল, শক্ত লোক
ঘাঁড় উঁচিয়ে চলে ,
চান, মান-সম্মান, উঁচু স্থান ,
বাণী দানেন হালে ।
নিজের পাঁঠা যেভাবে কাটে
অপরে বলার কী ?
কব্জি ডুবানো, দুধ-মধু-ক্ষীর ,
দশটি আঙ্গুলে ঘি !


ধর্ম-ঝাঁপির আধিকার নিয়ে
মস্ত বড়ো সাধক ,
বিজ্ঞান জ্ঞানে আস্থায় হীন ,
অন্ধ নীতির বাহক ।
ওঁরাই দেশের সেরা লোক
বাদ-বাকিরা হেয় ,
বাঁচতে হ’লে প্রাণের দায়ে ,
তাঁদের শরণ নিও ।


(ইং-২৫-০৫-২০১৯)