পৃথিবীর বয়স কত ? সঠিক অজানা
পারে না বলতে জ্যোতিষী-নারী খনা ।
সময় বয় তার গতি লয়ে
পরিবর্তনে , মানুষ রূপধরে রংচঙে ,
একই গতিতে চলে রাত আর দিন
মানুষের মোহ-চাহ , ফিরুক সুদিন ।


কেহ ভালোবাসে, ফেলে আসা গতকাল
বেচারা, স্বপ্ন দেখে-দেখে বদন তার বেহাল ।
মানুষের কত না কুরূপ- ব্যবহার সাজ !
সে নিজেই বোঝে না ঠিক-বেঠিক কাজ ।


যদি না সম্বরণ অহেতুক দম্ভী কর্ম-আচার ,
অচিরে বদলাবে ভূগোল ,মানচিত্রের আকার প্রকার ।
দেখা গেছে মনে যতই থাক না যতন ,
ভাষা-ধর্ম-আচার কৃষ্টি রাখা যায় না মনঃ মতন ।
সংসারে যদি ঘটে দ্বন্দ্বে উথল-পাথল
অবশ্য গড়াবে মাথার উপর জল ।


(১০-১০-২০২১)