রোজকার মত সূর্য ওঠা পূব দিকে-সকাল
অন্য কোন রূপ দেখি না ,একই রঙে লাল ,
পেণ্ডুলাম, দুলেই চলেছে ,এক লয়ে-তাল
ঘড়ি, টিক্-টিক্ শব্দে পার করে তার কাল ।


নদীজল বয়ে চলেছে, সাগর মুখে পাড়ি ,
আর্তর চড়ে না আজ সময়ে উনুনে হাঁড়ি ।
বাহাত্তরের দেশটা হ’ল স্বাধীনে কাল গত ,
দাগে কালো দেহমাঝ, কুরূপে ভরা ক্ষত ।


জনতারা গোবেচারা, আস্থা-বিশ্বাসে ধন্য ,
অল্প ভোগে তুষ্ট তারা, ভাগে হলেও নগণ্য ।
সমস্যায় ঘেরা দেশ ,বাঁক ফেরে না কালে ,
অশেষ যেন দুঃখ ভোগ, অভাগার ভালে ।
দিবানিশি কাতর যেন প্রার্থনায় রত চাতক ,
ঘোরঝঞ্ঝা দূরিতে , সুদিনের উদয় হোক ।


(ইং-২৬-০৩-২০২০)