রক্তজমা শীতে, রাজ পথে
কৃষক জেগে ভরনিশীথে ,
মাত্র , বাঁচার দাবির তরে
পরিবার নিয়ে একভাবে পড়ে ।
এমন দশা কারো কপালে
কেহ দেখেছে কি কোন কালে !


স্বাধীন দেশ, শাসকও স্বাধীন
তাঁর রূঢ়ভাব, দয়াতে সে দীন ।
বার্তার পর বার্তা- আগে চলে
টালবাহানা, সব যায় নিষ্ফলে ।
অহং এর লড়াই ,নিরীহ মেরে
চায় উন্নতি আকাশ ফুঁড়ে ।


অন্নদাতার কি এমন জিদ্
তারা কী চায় না দৃঢ়দেশ ভিত ?
বত্রিশ দিন এক ভাবে শীতে
চল্লিশ জনকে হল প্রাণ দিতে ।
তাঁর পুত্র- কর্মী ,দেশের তরে
রক্ষক হয়ে মৃত্যুমুখে লড়ে !


সব রকমের মঙ্গল কাজ
কৃষক পরিবার করে আজ ,
কি এমন দেশের বিরুদ্ধ
দাবি করে চায় কী যুদ্ধ ?
এ ধ্যান-ধারণা চলতে থাকা
যায় না সুচিন্তক শাসকে আঁকা ।


সময় থাকতে করো প্রতিকার
কালে ভালো না, এ অহংকার !
দীর্ঘ টানা সমস্যাদের যতো -
জনতা হবে- তিক্ত- বিরক্ত ,
ভাবছ যাঁদের গেঁয়- হেয়
একদিন হবে তাঁরাই অজেয় ।


(৩১-১২-২০২০)
সর্বসুধী জনে জানাই , ইংরেজী নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা ।