স্কুলে যা শিখায়, ধর্মে তা শেখায় না ,
আবার ,
ধর্মে যা শিখায়, স্কুলে তা শেথায় না
কি সে কথা ? বলা যাবে না !
তবু মানতে হবে- অবশ্য
স্থান-কাল-পাত্র বিশেষ -
না মানলে একঘোরের শেষ !
জানার নাই জ্ঞানের সীমানা -
হাসি-হাসি মগজে ধরে ভুষি,
জাহির করা নিজেকে জ্ঞানীপনা ;
বেশি, আগে বলা যাবে না -
জ্ঞানে কেহ কম যায় না ।
(০২-০৫-২০২৫)