মুটে-কুলি, কামার, কুমোর
কর্ম চাপে, জগৎ- বেখবর ,
অন্ন দু’মুঠো, জোটাতে পেটে -
রাতদিন মরে, খেটে-খেটে !


এদিকে খুব জানা পড়াশুনা !
চাকরি করেন, পর পরগনা ,
তাঁর নাকি অবসর নাই !
মোটা টাকা পায় যে তাই ।


লোহার শেকলে অনেকে বাঁধা ,
বদ্ধ তাঁরা সকাল সন্ধ্যা !
কেহ বাঁধা সোনার শেকলে ,
তাঁরা ও বদ্ধ কর্ম স্থলে !


কেহ বাঁধা উন্মুক্ত মাঠে ,
বাঁধা অনেকে গৃহচৌকাঠে !
সে স্বাধীন চিত্ত হয় ক্ষত !
হয় না বাঁচা, মনের মত ।


(ইং-২৯-০৩-২০১৮)
-বেঙ্গালুর