ভেব না শান্ত-সরল এ যুগধারা বয়
ভীষণ ঘূর্ণন -বেতাল পরিবর্তন ময় ,
মানুষ অতি নগণ্য ক্ষুদ্র  চুনোপুঁটি
অতি ক্ষণস্থায়ী তার অবলম্বন-খুঁটি ,
তার মাঝে কত বড়াই আড়ম্বর গল্প
শুধু আত্মাভিমানে খোঁজা নানা কল্প ।


গড়ে সাম্রাজ্য, চায় আগে নামড়াক -
সব একদা ধ্বংস স্বর্ণলঙ্কা হয় খাক্ ,
যতো হিংসিত কর্ম-ছল- প্রপাগাণ্ডা -
ধূলায় লুটায় ধ্বজ-দেখা শূন্যডাণ্ডা ।
ধর্ম-ধর্ম,জাত-জাত রক্তক্ষয়ী সংগ্রাম -
কালে সব লেখা হয় সে কর্ম হারাম ।


আসছে দিন জ্ঞানচক্ষু হবে উদয়
কুরীতি মানুষে পদেপিষে করবে ক্ষয় ,
মানবে আছে গুণ তীক্ষ্ণ জ্ঞানবোধ -
দূর করি জঞ্জাল গড়বে সে সুবোধ ,
উষার আলোয় ঝলমল পূরব দিক
রোজ-রোজ নিচ্ছে মানবে জ্ঞান শিখ ।


(১৮-০১-২০২২)
প্রপাগাণ্ডা > মিথ্যা প্রচার । খাক্ > ছারখার । শিখ > শিক্ষা ।