ধরা যখন ভরা, সর্বত্র অপকর্ম -
ঘোর ঘনিভূত ছিল, ধর্ম অধর্ম ,
হয়নি পূর্ণ দেশময় সভ্যতার উদয় -
ছিল ভূবনে কত না মূঢ় সংশয় ৷


কপিলাবাস্তু রাজ্য, ঘেরা ছিল মহাঅরণ্য -
সেথা এক পুণ্যাত্মার আবির্ভাব সুশ্রী-লাবণ্য ৷
বাল্য নাম রাখা হয়, সিদ্ধার্থ ,–গৌতম -
সে সদা অস্থির ! মনের অসংযত ভ্রম ,
কি যেন এক গূঢ়রহস্য, অহরহ টানে ,
চায় অন্তিম সত্য প্রকাশ, হৃদয় মনে !


আশৈশবে ভোগে, অযথা বৈভব, ধন -
যদিও, বিলাসে তার ছিল নাকো মন -
বুকে ধরে সর্বক্ষণ, কত যে শঙ্খার স্মরণ ,
এ সংসার, দুঃখসাগর, কিসের কারণ ?


কিছুতে মেটেনা তার মনের আশা -
এক অতীব সংশয় ,দানা বাঁধা বাসা !
ভাবনার কশাঘাতে, যাতনায় অস্থির -
ব্যাকুল হৃদয়ে খোঁজে চিন্তাসাগর তীর ;
ওঠা বসা আচরণ আর শয়নও ব্যসন -
করিয়াছে চিরসুখ তাঁর যে হরণ !
কত না শুধায় কত পরিচিত জনে,
জ্ঞানী-গুণী মহন্তে, সে সর্বক্ষণে –
হিতোপদেশ লভিয়াছে বহু সে যতনে ,
তরলিত করে নি বাণী, তার অন্তর-মনে ৷


শেষে কিনা কঠোর কৃচ্ছ্র সাধন করে ,
সর্বসুখ ত্যাগে, সারাটা জীবন যৌবন ধরে -
কঠোর তপে নিজেকে জ্বালিয়ে ,পুড়িয়ে ,
নিরেট রত্নে স্বয়ংকে, যেন গড়ে-
প্রচারেন তিনি, অমরবাণী জগৎ জুড়ে ৷


সে যে অহিংসার বাণী, সত্য সে পথ -
পৃথিবী ধাবিত তাঁর জ্ঞানচক্র, জয়রথ ৷
তরিৎ উদয় হয়, শুভরাত আর দিন-
বিদ্বেষ হিংসার ধারা, হয় বল হীন ,
খর্ব হয় দ্বন্দ্ব, রুধির খড়্গের সংঘাত-
সে বাণী শুধু ঘৃণারে করে একমাত্র মাত !
বাঞ্ছায় ঝড় ওঠে,মহা আলোড়ন -
করে হিংসা, অহিংসার কাছে আত্মসমর্পণ ৷
ধরিয়া সযতনে দু’টি পবিত্র হাতে হাত -
কপত উড়িয়ে ডাকে, এসো সুপ্রভাত !!


(ইং-০৯-১২-২০১৫)
আজ (১০-০৫-১৭) গৌতম বুদ্ধের ২৫৬১তম
জন্ম দিবস ,তাঁকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ ৷