ছারপোকা, নামটা শুনলেই -
হঠাৎ গা-টা ঘিনঘিন করে ওঠে !
বুঝতে পারি না মোটে ;
কেন বা এমনটা ঘটে ?

আবার স্বর্ণ পোকা
ভালোবাসতে চায় সবে আদরে ,
যদিও পায় না দেথা তারে ;
যাহা আছে, সে সব স্বর্ণশিখরে ।

কেহ বলে, ছারপোকা কমছে -
যেমন, শকুন শেষের দিন গুনছে ,
ছারপোকা খায়- তাজারক্ত -
শকুন সে হাড়ের মজ্জার ভক্ত ,
দূষিত খেয়ে,- করে উপকার -
সবে চায় শকুন বাড়ুক, এ সংসার !
আর ছারপোকা ?
তার বৃদ্ধি কেহ দেখতে চায় না আর ---
যদিও আছে সবার বাঁচার অধিকার ।

(১৩-১২-২০২৪)