সর্বস্থানে আগাছা বাড়ে খুব বেশী
স্বভাবে ভালোবাসার গুণ মোটে না
সহজতা ভাব তার কাছে তুচ্ছপনা ,
তার মহাগুণ অকালে বৃদ্ধি রাশিরাশি ।


রূপে মানুষ হতে পারে সেও আগাছা
শিক্ষা তাকে মাতায় কুরে-কুরে খায় ,
কখনো কর্মরূপ, তফাত না আগাছায় ;
সদগুণের মাথা খেয়ে হারায় লজ্জা ।


অপর রসচোষায় ফন্দিফিকির অটুট
কখনো তার মস্তকে দেখা জয়মুকুট ,
কিছু দিন শোভে সে খুব হরিৎ
শীঘ্রতায় আগাছার বন্ধ হয় গীত ।


(০৯-০৭-২০২১)