জন্ম থেকে আমৃত্যু যেন আবদ্ধ খাঁচায়
নানা পথের পথিক হয়ে বাঁচা এ ধরায় ;
সার শিখতে যায় সারা জীবন
তবু এক জনমে ভরে না মন ,
আরো জ্ঞান লাভে মনকে করতে চাই জয় ;
শেষ সময়ে বিশেষ যেন বাঁচতে ইচ্ছে হয় ।

বিশ্ব-ব্রহ্মাণ্ড গতিশীল  ,ঘুরপাক খায়
বোধে, এটুকু কথা আসে না মাথায় ;
সদা সব কিছু হয় পরিবর্তন
তবু কোথাও বাধা, মুক্ত না মন ,
সাপ ও কিছু জীব খোলস পালটায় ;
তবুও তারা বাঁচে, সব কাল ধারায় ।

সময় দিচ্ছে আজি পরিবর্তনের ডাক ,
যদিও তার ফলাফলে হচ্ছি- হতবাক  !
একদিকে উন্নতি অপর দিকে ধ্বংস ,
প্রজ্ঞাবান মানব ,চরিত্রে কেন কংস ?

(০১-০৩-২০২৫)