শক্তি যার অসীম-অজেয়, হারে না মহাযুদ্ধে ,
আজ কিনা সে এত বিবশ অসহায়-কালভদ্রে ?
ভরা আয়ুধ অস্ত্রভাণ্ডার ,বিধ্বংসী হাজারো মিল্ ,
আকাশ পারেও তাক করা তার অচুক মিসাইল ।


একি রণকৌশল করোনার আজ, ত্রাহি-ত্রাহি রব !
বাঁচায় আছে উপায়, ঘরই নিরাপদ হরসম্ভব ।
মানুষের মাথা যুক্তি খোঁজে, জ্ঞানেতে একধাপ
অরির নিধন করবেই মানুষ ,শত্রু পাবে না মাপ ।


এমনি ক্ষতিকর অশেষ অরি চৌদিকেতে ভরা
ভুখ, মহামারি ,অশিক্ষা, বেকারী, টলমল ধরা ।
মাত্র অদৃশ্য করোনা বিষাণু কত না শক্তি ধরে ,
কুশিক্ষা, হিংসা, রাগ-দ্বেষ, অজুত আছে পড়ে ।
ভেদ, ধনী-দরিদ্র জাত-পাত ধর্ম নিয়ে ও নানা ,
স্বার্থ-মুনাফা সম্বল করে সংসারে ভরা অগনা ।


বিপদে-আপদে ছাড়ে না কেহ একইঞ্চি জমি ,
সুজ্ঞানের অশেষ অভাব ।স্বার্থ ত্যাগেতে কমি ।
করোনা এসে জানান দেয় বাঁচার আসল উপায়
বড়ো বড়ো জয় পেতে হলে ,লড়তে একতায় ।


বিপদে বুঝেছ এ মহামন্ত্র ,কাল যাবে যে ভুলে ,
আবার স্বভাব নেড়ে খাবে, শিক্ষা শিকেয় তুলে ।
ভেব না বিপদ আর আসে না, শান্তি হ’ল দেশে ,
শত্রু পুনঃ ফুঁড়ে বসে জুড়ে, সহস্র রকম বেশে ।


আমি ঠিক অপর খারাপ কোথায় পেলে শিক্ষা ?
এ ভাবনা ভরা থাকলে মেলে না মনুষ্য আখ্যা ।
শান্তির বীজ লুকিয়ে আছে ভালরে ভাল জানা ,
গরল নিয়ে চিন্তা হ’লে, বোধহীন পরিচয় কানা ।
আসল সত্য লুকিয়ে আছে মনুষ্য রুচি মাঝে ,
সুখ-শান্তি পেতে তবু হেলাফেলা সব কাজে ।


(ইং-০৩-০৪-২০২০)