দ্রুত বদলাচ্ছে ধরণ, জীবন ধারণ
যেন নদীকূলে ধ্বস নামা- ভাঙন ,
পাড়ের মাটি না হলে সে শক্ত ঘাটি
ভাঙন রুখিবে না , কথা সত্য-খাঁটি ।


মনুষ্য চিন্তা যদি হয় এলোমেলো
কর্মে রূপ ধরে, জোলো জোলো ,
নীতিরা দলবাঁধে কিম্ভূতকিমাকার -
কাজে-দেখা দেয় জটিল আকার ।


কালভদ্রে ঘটিলে অরাজক প্রচণ্ড
সব হয় তছনছ্ তুমুল লণ্ডভণ্ড ।
সামন্য বিবেকবান করে না ছটফট ,
সুবোধের মাথাব্যথা, করে ধর্মঘট ।


(১৭-০৪-২০২১)