আস্থা-বিশ্বাস স্বাদে অপরিমাণ কত না মশগুল ,
জীবন নদীর সুর , উফানে কুল-কুল ।
কত কত আখ্যান ঘোরে মাথায়, জেনেও অন্যায় ,
তবু তাকে জপে লাভবান, ভরা সুখালয় ।
গরু গাছে ওঠে সে গল্পের আজ নেই বিশেষ দম !
এ কালে বিজ্ঞানের জ্ঞান অবিরত বরষণ-
বাদসাধে , পৌরাণিক বহুকথা, হতে চায় না হজম ।


তবু আজ তাও ত্যাগ করা বারণ
অনেক কারণ , সমাজে বেঁচে থাকা পৌরাণিক আচরণ ;
মানবতা উজাড় করে চাষ , মূঢ়াতা সম্বল -
না চাওয়া বিশুদ্ধতা ভাইচারা ভরা সামগ্রিক অঞ্চল ।


বাঘ যদি জানত প্রচলন আয়না ,
চেহারা দেখে, নিজ স্বরূপে, অধিক ধরিত বায়না ।
কত কত কাজ, চিত্তানন্দের অনেক ঘনঘটায় ,
মন মাতায়- উচ্ছল কথায় ।


(১৬-১০-২০২১)