ফুলবাগান আর ঝোপঝাড়
আদর বেশী কার ?
দেখার নজরিয়া মাত্র
উত্তম অধম হয় সাকার ।


রূপ-সৌন্দর্য্য হতে পারে উজ্জ্বল
পাত্রের গুণমানের সুশ্রী আকার
দাম-মূল্য যাচিতে উৎসাহীজন
আস্বাদী রসিক যে দরকার ।


ব্যাতিক্রমী আবাদী পড়ে আঁধারে
সভ্যতার দেয় না দাম ,
কুসুমিত সুবাসিত, হোক না পুষ্প
তাদের চিন্তায় সাধে বাম ।


জাগতিক হালচাল অতি বিচিত্র
যার যেমনটা ধরা ,
ভারসাম্য ধারণে যোগ্যতার পালা
কর্ম সাকারে তারা ।


(০৪-১০-২০২০)