ভূমিকম্প, ভূধ্বস, জলপ্লাবন ,দাবানল
ঝড় ,অতিবৃষ্টি ,খরা জীবন করে অচল ,
তারা ক্ষমতাবান, নিঃস্ব করে স্থায়ী সাধন-
হাহাকার মচায়, অকষ্মাৎ ধ্বংসতে জীবন ।


এতো, প্রাকৃতিক প্রকোপ, বিচারে পরকীয়া
যক্ষা, প্লেগ ,কলেরা ,বসন্ত, ম্যালেরিয়া ,
যন্ত্রণাদাতা অধুনা রোগ-সম্রাট- ক্যান্সার ,
একবার ধরিলে ! তার ইচ্ছা নেই ছাড়ার ।


আদি থেকে এখনো মানুষ অভ্যাসের দাস
কাজে করে চলেছে তার হীনতার বিকাশ ।
অপহরণ, ধর্ষণ, হত্যা, দাঙ্গা, লুটমার যুদ্ধ
বিধ্বংসী স্বজন নির্যাতন, আচরণ অশুদ্ধ ।


চাল-চরিত্র জানাগেছে করোনার পরিচয় ,
অনেক আতঙ্ক নিঃশেষ, রোগ ভাবনায় ।
একাগ্রতা আর শক্তিতে মন করে সুবোধ
শুধু সবার চাই একতার সাথে প্রতিরোধ ।


করোনা তাকে নিয়ে ডরো না,-সে যাবে ,
কিছু দিনের জন্য নবোদয়- তার যে ভবে ।
আলেয়া-ভূত -অপছায়ারা ভাবনা ভরে ,
যে ভয়েতে ডরে- ওরা তার ঘাড়ে চড়ে ।


(ইং-২৪-০৩-২০২০)