দিকে-দিকে আবছা-দৃশ্য সমা -
বাধা দূরিতে লাগে, সে চশমা ।
চশমার মহত্ত্ব, পেলাম হেথায় -
স্পষ্ট পরিচয়, দেখিতে পাওয়ায় ।
কারো বা সাফল্যের, প্রতিক্ষণ -
সম্যক জ্ঞান, চশমা, করায় স্মরণ !


নানা বর্ণের, নানা রশ্মিচ্ছটায় -
ভ্রমে, মোহে, বাঁধে, চশমায় !
কখনো বা, ভীষণ গোজামিল -
খাঁটী-আসলে, নাই যার মিল ।


কারো বা রূপ ধরে চশমায় -
রঙে ,ভরা মন, রঙিন আশায় !
প্রতিক্ষণ, প্রতি দৃশ্য, দেখে ,
গায়েতে সেই আভা মেখে -
হাওয়ায় ওড়ে, উড়ো মন -
রংচড়া চশমা যে, এর কারণ !
পদমূলে ভূমি নেই, যেন ধরায়-
হৃদয় ডগমগ রঙিন মোহ-মায়ায় !


ক্ষণে যে জোরে পরাবে, সে চশমা ,
বিজ্ঞাপন তার যে, শ্রেষ্ঠ করিশমা !


গোপনে দেখিতে, চশমার আড় !
নিজেকে ঢাকিতে, চাই বারবার ।
হয়তো পায় পার ,চশমার মূলে -
তাহা সুকাজে, অকাজে খুব চলে ।


(ইং-৩০-০১-২০১৮)