রেশারেশি, দ্বন্দ্ব, নির্লজ্জ আদিখ্যেতা ,
এ যেন আজ সমাজে-একছত্র পাটা !
বাদ যায় না সে সুযোগ্য দেশ নেতা ,
সচরাচর কালিমা লিপ্ত জীবন পাতা ।


বসে, ভোটকালে ঘোষণার বাজার !
ভরা রং-বেরঙ্গে, আশ্বাসনে হাজার ।
হয়ে যাক একবার, মহাপ্রতিযোগাতা ,
দেখা যাক বিশ্বে, কার কত ক্ষমতা !


ঘোষণাপত্রে স্পষ্ট কিস্সা শোনায় -
ভরসা, এ দেশের নেতারে মানায় !
যার আদ্যন্ত অঙ্কিত,- অবাস্তবতায় ,
জয়ী হবে অবশ্য ঘোষণায়, বিশ্বময় ।


স্বজ্ঞানে জোরদার প্রচার নেতার -
বেহুদা ঘোষণায় মাতামাতি সার !
বিশ্ব জুড়ে এমত জুড়ি নাই আর -
দেশে কত যে মাহত্ম্য, এই-প্রচার !


(ইং-১৯-১০-২০১৮)