বর্তমান সমাজকে নিয়ে আমি লিখি ,চলমান সমাজ যা চায় তা দিতে পারি না- বা হয়ে ওঠে না- বা সবটা আমি ও চাই না ।
কিছু নূতন হয় তো কাজের (আমার মতে) দিতে চাই- যা কিনা হয় তো অপরের কাজের নয় ! বা তাঁরা অতটা গম্ভীরে নেন না- বা প্রয়োজন ও মনে করেন না । কিছুই করার নেই, মনে দ্বন্দ্ব চলে ।
কাল- সে তেজ গতিময় । আচার- নীতি তীব্রবেগে পালটাচ্ছে , নদীর পাড় জলের  তোড়ে শক্তবাঁধ মানছে না ! আবার একাধারে জ্ঞানের খরা , নদীতে জল নাই , এভাবে মনে দ্বন্দ্ব ।


দাবানলে, ক্ষমতা অনুযায়ী জল ঢালা মহামানবতা , এছাড়া এন্য উপায় নেই জীব জগতকে বাঁচানোর । সময় খুব কম-কাজ খুব বেশী , এর মধ্যে সন্তুষ্টি আহরণ ।
পথ ও মত অনেক, সেথা, ভেদাভেদ আছে । সব বৃক্ষ জীবন বায়ু ( অক্সিজেন) দেয় ।সহিষ্ণুতার পরিচয়ে যথোচিত রীতিনীতি মান্য করাই শ্রেয় ।
এমনি ভাবনায় লেখালেখি, সময়কে কাজে লাগানো মাত্র, তবু মনে রয় দ্বন্দ্ব ।