না শারীরিক ক্ষয়ক্ষতি বাড়াবাড়ি
কাজে লাগাতে হয় না জাদুর ছড়ি
মতিভ্রমে ভাবনা ঘোরে এলোপাথাড়ি ,
ধূর্ত, পারে বিবেক বাঁধতে বিনা দড়াদড়ি ।


চিন্তা ,অনুভূতি , অনুরণন তার গুণধন
যদি চক্রে, পরাস্ত করা যায় কারো অন্তর্মন ,
কালে থাকে না সে প্রকৃত মানুষ -
নিমেষে অন্তঃসার শূন্য করা যায়-
রূপে সে মানুষ রয় মাত্র কায়ায়
শেষ হয় জাগ্রত বাঁচার মানও হুঁশ ।


গর্বের সুসভ্য নর, পড়ে রয় তার ধড়্
জীবজগতের শ্রেষ্ঠত্ব রয় না টিকে
জ্ঞানবান মানবের ভিত হয় নড়বড় ।
এ ঘৃণ্য কাজে খল লেগে আছে বারমাস
সাধনা, পর সর্বস্ব কাড়া লাভে অত্যধিক
না অপবাদ অর্থবান, জ্ঞানী, ছল ধার্মিক ,
ঘূর্ণিঝড়ের মত হাওয়া ভরে তারা চারপাশ ।
আদর্শ মানবতার বিপরীত গতি ,
মানবকুলে তাই সত্য দেখা- অজানা দুর্গতি ।


(১৩-০৩-২০২১)