আবাল-বৃদ্ধ-বনিতা , শিশু আর মাতা ,
শুনেছে ভূত-প্রেত ,দত্যিদানবের কথা ।
তারা থাকে ছুপে, কন্পনায় জাগে, দৃশ্যে
সূর্যালোকে তার গাঁ-ঢাকা, একদম ভষ্মে ।


একি ‘করোনা’! কোন কালে যায় নি জানা ,
কী ভীষণ বিষবমন ! দিনরাত কুটিল ফণা ।
সত্য-ত্রেতা-দাপর, দেখেনি মৃত্যুর দাপট
এ বিজ্ঞান যুগে অদ্ভূত বিষাণু হ’ল প্রকট !


ভাবনায় বয়ে, কষ্ট সয়ে, কেহ বলে কলি ,
দিন গেল, নেভে আলো, জীবনদীপ সকলি ।
ধ্বংস বড়ো, শক্তি ও দৃঢ়, তেজ গতিমান ,
ধৈর্য্য ধরে সাহস ভরে, চাই রোগ পরিত্রাণ ।
মহাশক্তি ! শূন্য যুক্তি, মুক্তি খোঁজে আজ ,
ক্রূর ‘করোনা’, বাঁধভাঙা, না ভয়-ডর-লাজ ।


(ইং-০২-০৪-২০২০)