ক্ষণ ভঙ্গুর, যেন রাতের ঘুম
প্রতি প্রত্যুষে, ট্রেন ধরার ধুম ,
যাবটা কোথায় ? কর্তব্য যে মাথায়-
স্বস্তি নাই ! লেখা, ভাগ্য খাতায় !
কর্ম আর কর্ম ! জীবন ভর-
কবে যে পাব, সু-অবসর ৷


বড়ো বাড়তি কাজ, ঐ ডিউটি ,
না !সেই যোগায় সংসারে রুটি ৷
তাই ছুট সবদিন, অতি ভোরে-
যাই কাজে লোকাল ট্রেন ধরে ;
ব্যাটা ড্রাইভার, বড়ো নচ্ছার -
সে আসে দেরীতে, ছাড়ে সত্বর ,
রোখে না একমিনিট, অমনি ছাড় !
সবে কষ্টে চড়ে, করিয়া হুদ্দাড় ৷


অনেক রাস্তা, ঘুরে-ঘুরে যায় -
কত যে অমূল্য সময় ,নষ্ট সময়
ট্রেনে খুব ভিড় ! যাত্রী অধর ,
বাদুড় ঝোলা, কাতারে-কাতার !


খরবে পড়ি ,সুখদ খবর -
জি,ডি,পি, বাড়ছে প্রতি বছর !
এবার যাব, শীঘ্র চাঁদে !
এদিকে যাত্রায়, প্রাণ যে কাঁদে ৷


ফেরার বেলায় আরো ঝাল -
ভাঙতে হয়, কাদা জল ;
প্রতি বর্ষা কাল ,রাস্তা বেহাল -
গাড্ডা, জঞ্জাল,ভরা- বেতাল !
পথে আবার -নেই আলো ,
চোখের দৃষ্টি- ঝাপসা, কালো !
পথ ভুলো , কুকুর গুলো ,
কখন যেন তেড়ে এলো !
শিহরে উঠি পেয়ে ভয় -
হড়কে কাদায় পড়ি রাস্তায় !
ব্যাগ উঠিয়ে পুনঃ হাঁটি -
এই তো মম, রোজের ডিউটি !


(ইং-০৮-০৬-২০১৭)
জি,-ডি,-পি,= দেশ উন্নতির মানক সংখ্যা ।