জল ভরা আঁখি, জীবন শুরু
পদে পদে সদা ভয়
কানদু’টো খাড়া সদা উদ্বিগ্নে
কখন কি যেন হয় !
মা-ই আমার চির সহায়ক
পিছু পিছু সদা ছুটি
কখনো গর্তে ছিটকে পড়ি
পাই না অবলম্বন খুঁটি ।
মায়ের আঁখি সদা ছল ছল
অব্যক্ত কত যন্ত্রণা
বুঝি অনুভবে তার ভাষায়
ঝরে বিনয়ী কান্না ।
করি না ক্ষতি জগতে কারো
শত্রুর ডর- সদাই
বাঁচার তরে আপ্রাণ চেষ্টা
সুষ্ঠু প্রতিকার নাই ।
কাঠফাঁটা রোদে জলের ধারে
মরণ ফাঁদ পাতা
গলা ভিজাব নেই উপায়
মৃত্যু বসে তথা ।
বিধাতা নাকি সবার রক্ষক
তোমরা বলো খুব ,
এমতঃ জীবের জীবন ভাবনা
ভাব কী তার দুখ্ ?
গান্ধারী- সে মায়ের শতপুত্র
নিধনে করো খেদ ,
আমার মা সন্তান হারালে
তোমায় দেখি- ভেদ ।
যুগ যুগ ধরে আমরা রিফুজী
তোমরা অধিক সভ্য ,
শিখেছ জীবনে মানবতা ধর্ম
কথা কাজে কী বিজ্ঞ ?


(১৪-০৫-২০২২)