তারা যে সহোদরা দু’ভাই ,
কাজে-করমে ভিন্নতা পাই !
বড়োটা শান্ত,- উঁচ্চশিক্ষিত -
ছোট তোতলা, সাহসী মত ।
হ’লে কোলাহল ,জনমাঝে -
ছোট ছোটে, সায়েস্তা কাজে ,
বড়োর বেজায় মন্দ লাগে -
এ সব ঝামেলায় দূরে ভাগে !


দু’জনে দু’দলে ভোটে দাঁড়ায়
দেখা যাক মূল্য হারা জেতায় ।
চালাক চতুর, ফেলে উপড়ে -
তোতলা একদিন, দল গড়ে,
ভোটে লড়ে, তোতলার জয় -
দেশের মাঝে সে মন্ত্রী হয় !


জ্ঞানীরা ভাবে, কপাল-কপাল !
অবোঝা তায় জনমত হাল ।
তোতলারে শোনে, মন দিয়ে –
জনতা চলে তোতলার ভয়ে !  


(ইং-১৭-০৮-২০১৮)
*-ভারতে আগামী লোকসভার ভোট ১১ এপ্রিল-২০১৯ থেকে শুরু, যেন প্রকৃত সঠিক প্রতিনিধি জয়ী হয়, তার-সফলতার কামনা করি ।