হাব-ভাব, আকাঙ্খায় যদি অতি -
সর্বদা না ? সুপ্রভাত বা জ্যোতি ।
মধ্যাহ্ন সূর্যের প্রখর দীপ্ত আলো ,
ঝলসিয়ে জীবনে নামে কালো ।


অতি-অতি নিয়ে, হন্তী-দন্তী -
ভালে ঘনায় ,অনেক ভোগান্তি !
মহাভারতে জ্বলন্ত- নিদর্শন ,
সম্যক জ্ঞান করায় স্মরণ ।


অতি, সর্বকাজে তারা দুষ্মন -
যতই হোকনা চির আপন ।
প্রেমে অতি বেহায়াপনা -
বাড়ে একদা, ফাটল-ঘৃণা ।


অতিবেশী নিন্দা, সুখ্যাতি ,
আসে কোন কালে দুর্গতি ।
করা, অতি নাম, সম্পদ জয় -
সৃষ্টি অশান্তি, বাড়ায় ভয় !


“অতিভক্তি, চোরের লক্ষণ -
অতি চালাকের অধঃ পতন”!


(ইং-২৩-০২-২০১৮)