মঞ্চে নেতার ভাষণ, প্রাণকাড়া !
আর্তরে চায় না কদাপি হাতছাড়া ,
শ্রোতা তারা সাধারণ, চাষাভুষা -
মুগ্ধ হয় প্রলোভনে, কত আশা ।


নেতা করে প্রতিজ্ঞা ভরা সভায় -
আসিল না কিছুই, জন মাথায় !
একে অপরের মুখ চায় হতাশায়
অকারণ নেতা, কেন বকে যায় ?
বুলির ঢাক, ফাঁকাশব্দ, যেন পাকা -
মিথ্যার বাজনা, মন করে খাঁ-খাঁ !


এক বৃদ্ধ-প্রবীণ জানায় সেথায় ,
গদ্ না শুনে, যাবটা কোথায় !
নেতারে অবহেলা এতটা সোজা ?
ওরাই যে এখন ,অধুনিক রাজা !
রসদ, বরাদ্য, করে দেবে বন্দ ,
কপাল পুড়িবে রোষে, হবে মন্দ !


মান্য করো সাফল্যের লোকতন্ত্র ,
জনতা খেলনা-পুতুল, কাজের যন্ত্র !
হায় ! লোকতন্ত্র কী আগে উদিবে ?
সেই আশায় বাঁচা মাত্র এ ভবে !


(ইং-২৪-১২-২০১৭)