আলেয়ায় ভোলে না, এখন মন ,
তবু সে একাগ্রতায় অস্থির জন ।
ছলের অভাব নেই, কর্ম-কাজে ,
ছলেও মন অতি সহজে ।


নেই কি উপায় বাঁচার পথ ,
নেই কী চড়ায় যোগ্য রথ ?
জনতা ছলে , ছালনি হ’ল ,
রূপ-চেহারা চুপষে গেল !


লোকে জানে নেতা, সুবিধার নয় ,
সাহসে নির্ভর , কাটে না ভয় !
দুঃস্বপ্নরা দেয় বিবেক নাড়া ,
এবার সুযোগ অযোগ্য তাড়া ।


(ইং-২৩-০৩-২০১৯)
*-আগামী লোকসভার ভোট, সুষ্ঠু সুব্যবস্থিত হোক এই কামনা করি ।