আমি বলি সামনে- পূর্ব
তুমি বল, পশ্চিম -
আমি বলি, পড়েছে গরম
তুমি বল হিম ।
তোমার কাছে যেটা ভালো
আমার কাছে হয় মন্দ ,
তোমার প্রিয় সুবাসিত ফুল
আমার নাকে দুর্গন্ধ ।
আমি চলতে চাই বাম পানে
তুমি চলো ডাইনে ,
চাও সংসারে খরচের টাকা
উপরি পাওয়া মাইনে ।
নিজেদের দোষে নিজেরা ভুগি
মান না সত্য ঘূর্ণাক্ষর ,
তোমার বিচার আস্থা- নির্ভর
শনি ধরেছে এ সংসার !
মতের দ্বন্দ্বে সব সুখ বিভ্রাট
মাতমে ভরা হাট ,
গৃহ আসবাব ছিন্ন -ভঙ্গুর -
আলাদা হল খাট ।
(২২-০৪-২০২৫)