আর ভালো লাগে না একই রান্না ।
শুনে শুনে সে পুরাতন প্রবচন ,
গুমরে মরি, আসে কান্না ;
কোনভাবে, ভরে না মন ।
আজ ভাবায় অধিক
যুগটা আধুনিক ,
ইন্টারনেট জমানা ,
শেষ নাই তার জানা
ইচ্ছা করে মেলে ডানা
দূর গগনে ভাসি ,
পরক্ষণে নিভে যায় হাসি ।
বলবে লোকে পাগলের প্রলাপ
আদির সে যুক্তি ছেড়ে -
কেন করো ঝড়ো আলাপ ?
চুপসে যাই তৎক্ষণাৎ ,কারণ -
অকালে মরণ- তার শরণ ।
(২৮-০১-২০২৫)