যাঁর যশ আছে , অপযশও ঘেরে তাঁরে
বন্ধুত্বতায় শত্রুতাও বাড়ে ,
ভালোবাসার সাথে কটুতাও হাড়ে-হাড়ে ;
সুখ্যাতিটা মেলে অনেক কষ্ট করে ।
কষ্টে গড়লে ভালোবাসার ভিত
সহজে গড়ে ওঠে মনোপিরিত ।


ভাল কাজে চলার পথে
বিপদ থাকে বাঁকে- বাঁকে
এ যেন জগৎ রীত ,
যেমনি গরম-- তেমনি শীত !


কখনো ঘরের ভুলো সে ফেরে ঘুরে
এটাই পরিপক্কতার বোধ- বলি তারে
বোধোদয় আসে চৈতন্য জুড়ে ,
ভবিষ্যতে জেতে জীবন সমরে ।
আবার ,ভাঙা কাঁচ জোড়া লাগে না
সুতোছেঁড়া ঘুড়ি আর ফেরে না
মানুষের মন চঞ্চল ভ্রমর
অহং দোষটা বড়োবাধা-- গুমর ।


(২6-১২-২০২২)