বাড়ছে সিং উচিয়ে ; দ্রব্যমূল্য আগুন ,
গরীব ভোগে জ্বালা, পায় না পান্তা-নুন
তাতে কি ? শেয়ার বাজার গুলজার !
বাড়ছে চড়চড়িয়ে -টাকার পাহাড় ,
বেড়ে-বেড়ে আজ শতগুণ ।


কার চিন্তা ? আপদ কোথায় ?
বইছে ঝড় , আম কুড়ানোর পালা
যে ধরে সে মালামাল -
বাকিদের জীবনে নামে আকাল ,
বন্ধ্যাভাগ্যে খিলআঁটা- তালা ।
প্রতিযোগিতায় শাসক আনে মেলা
কুড়েমি -আলসেমী বলে ভুলতে
অভাবি তার দীপ- শূন্য তেল-সলতে ,
এ ধারায় তাকে অবশ্য হতে হবে জ্বলতে ।


(১৭-১২-২০২২)
গুলজার > চমকপ্রদ , চাকচিক্ক ।