কত দিন তার না খেয়ে কাটে
শিশুটি রুটি চুরি করতে বাধ্য বটে ,
মহান বিচারক, তাঁর কোর্টে বিচার
শিশু বয়সে বালকটি মানে নি আচার !
সে চুরি , না বলে পর দ্রব্য নিলে
কানুন ধারায় মহাশাস্তি মেলে ,
জজের বিচারে কঠোর কারাবাস ,
স্বস্তিতে তাঁর বাড়ে আত্মবিশ্বাস ।


এদিকে যাদের অতি লাভের ব্যাবসা
বারুদ বিক্রি নিয়ে খেলে পাশা
মানুষ মেরে মেরে দ্যাখে তামাশা ,
তাঁরা পায় আখ্যা,-উপাধি বাদশা ।


বিচারকের বুদ্ধির বাহার এ মাথা ও মেধা
মনে ধরে না তাঁর পশ্চাতাপ দ্বিধা ,
বুদ্ধি-জ্ঞান-বিবেক সব জলাঞ্জলি যায় -
ধর্ম-কর্ম-নৈতিকতা, গড্ডালিকা প্রবাহে ধায়  !!


(২৫-১২-২০২২)