মানব সুগমতায় বেছে নেয় পথ
যুগে যুগে এ পথ যেন দৈবরথ ,
একে অপরকে রাখতে কাবু
এ পথ দু’টি কেহ ছাড়ে না তবু ।


সৎ ও অসৎ , জগতের এ ধারা
সব বুঝেও মোহে কত পাগলপারা ,
জ্ঞানীর কথা, সমাজের ভারসাম্য
এ ধারা নাকি কাজে-কর্মে কাম্য ।


জ্ঞানী জানায় সাবধান বাণী
মতে যে দিকে এর হবে কমি
সে গুণাগুণ রূপ নেয় যার-যার ,
সমাজ গড়াবে সে দিকে অবশ্য তার ।


পরিণাম -গতি, ভাঙা-গড়ার
ওরাই এক বিচিত্র শিল্পী রূপকার ,
রুচি দ্বারা হয় আদর্শ বা ঘৃণ্য সমাজ
সত্য মিথ্যার উপরই তার রাজ !


(২০-০১-২০২৩)