অনেক উত্থান-পতনে বছর গত
জীবনবোধের পাতা পালটায়
শেখা হবে অনেক নূতন আরো কত ,
তবু মনের বিষাক্ত জীবাণু না লুঞ্চিত ।


তবু গড্ডালিকা প্রবাহ চলবে জীবন ধারা
সব কেচে গণ্ডুস, বৃথা যাবে কান্না সারা ।
গোড়ায় গলদ- শিক্ষায় হয় না ধার
জ্ঞানে মেধারা অকাজে মহাভার ।
দেশের শস্য সম্পদ ও যুবা-বল
চাক্ষুশ সমৃদ্ধি- দেশ ধরাতল ,
যদি হয় নৌকাতে গুপ্ত ফাঁটল
মান্ধাতার কষ্ট না শেষ- তরল !  


(১৮-১২-২০২২)
লুঞ্চিত > অপসারিত ।