এক বাল্টি দুধে
একফোঁটা গো-চেনায় সব মাটি ,
সারা জীবনের সমাজ সেবা-তপস্যা
একটা কুকর্মে সর্বনাশ -সে অপকর্ম বিষে ।
মান-সম্মান সমূলে ধ্বংস
যেমন দুধের পবিত্রতা বাঁচে না কোন অংশ ।  


এমনি শিক্ষায় হয়ে আনমনা
সেরূপ পরিহাস পাত্রের বিশ্বাসে ঘৃণা
পুরাতন অপবাদে হতে নাই ভীত ,
মানুষের ভুল যদি না হয় ইচ্ছাকৃত ।


গত পূণ্য আচরণ দেখে
যোগ্যায় আনা যায় পুনঃ প্রতিটি মানুষকে
ভুল সকলে করে, কম আর বেশী ,
কে পাপি আর কে নয়
কে মিথ্যবাদী কে সত্য হয় !
এ নিয়ে চলন সমাজে- আলোচনা রাশি-রাশি ।


(০৯-০১-২০২৩)