সে বাদ্যযন্ত্রটা,- সুরেলা হারমনিয়ম -
বাজাতে তারে, লাগে না বিশেষ দম ,
আঙুলের কারসাজি- যন্ত্রটাই এমন
মধুর সুরে আকর্ষিত হয় মানব মন ।


গরীব সে নয় কোন নির্জীব বাদ্যযন্ত্র !
তাকে, চতুর-ভদ্র মানুষ, বাজায় সর্বত্র ,
সে সুর করুণ ,বিলাপময় হ’তে পারে -
কান পাতলে শোনা যায় আর্ত ঘরে-ঘরে ।
এমনি এমনি সে বাজে না ?
নানা জোড়নে ফেলে বাজিয়েদার বাজায়
সে বিত্তবান অর্থজোরে আসর সাজায় ।


উদাস মন, ভাবনারা সেথায় দূর
আমরা মাতি না , নিয়ে সে করুণ সুর -
যুগ-যুগ ধরে, পাড়ায় পাড়ায় পথে ঘাটে ,
যদিও কানে বাজে এ সুর- ভরপুর !


(২০-১২-২০২২)