খরচাপাতি পরিশ্রম, সময় করা ব্যয়
রান্না করে অতিথি আপ্যায়ন-
আদরে ব্যবস্থার রাখি ধ্যান,  
পরিবেশন ধরণ, আপনত্ব খাতির
মনে চায় জয় ,সুখ ও প্রীতির ,
কিন্তু হায় ! একি দশা খাওয়ার !
আদিখ্যেতায় ভরা, মুখের গ্রাস
না খেয়েই করে যে হাঁসফাস ,
বিশেষ রুচি বুঝল না ওরা তার ।
অতিথি বলেন, “বুঝি না স্বাদ !
দুঃখ কর না- খাবার হ’ল বরবাদ।”


জিভে কামড়,--লেখায় লাগাই বিরাম ,
এখন সব বাদ,- চাই মনের আরাম ।
ছারপোকার মন, কুটকুট কামড়ায়
কত যে নিদ্রাশূন্য রাত, লেখার তাড়নায় -
শান্ত বসা হয় না ! মন করে হাই-ফাই
নেড়া আবারও বেল তলায় যায় ,
ঘরের খেয়ে বনের মোহিষ
পুনঃ যে তাড়াই ।


(২৪-১২-২০২২)