প্রবল বাঞ্ছা মনে, ফেরাবে সুদিন
আদর্শ জ্ঞানবাণে ছিল সে প্রবীণ ,
ভেবেছিল নবরূপে ভরিবে ধরা -
কর্মে ছিল বিভোর,–আত্মহারা ৷

কোথা হতে এলো এক ঝড় -
ভূতলে পড়ে ,তরুসম, মড়মড় !
কিঞ্চিত সম্বিতে দেখিল আগে-
অপঙ্গ হয়ে কত ভিক্ষা মাগে !


নদীকূলে দেখিল জলে নিজ ছবি ,
মসী-কাদা ক্ষতে ভরা ,বদন যে সবি
গনিল প্রমাদ , সেবায় কেন জ্বালা ,
কি করে করিবে জীবকুল ভালা ?


শুনিল দৈব বাণী কিঞ্চিত কানে -
দুঃখ-কষ্ট-যন্ত্রণা, নিতে শেখ প্রাণে ;
এতো মাত্র সোপান, এক পরীক্ষার ,
আগে পাবে আরো কষ্টের উপহার !


এ হেন সংসার যে দুঃখতে পাটা -
সুখেতে যায় না, পরকে, সুখ বাটা ৷
জ্বলিয়া কাষ্ঠ ! যোগায় সে ভোজন -
ইক্ষু দানে মিষ্ট রস, হইয়া পেষণ-
ছায়াদানে তরুবর সহিয়া তাপন ,
লাগে দশসেবায়, ক্রন্দনিত জীবন ৷


(ইং-১৪-০৯-২০১৭)