পরিস্থিতি গুণে, হজমের দোষ ,
যন্ত্রণা অশেষ ;
কারণ-অকারণ মনেতে রোষ !
তিক্ত পরিবেশ ।


সময়ের সাথী অসহ্য জ্বালা -
সুরাহা মেলে না ;
ডাক্তার বদ্যি দেখাই মেলা ,
তবু যে দেয় হানা !


বদ্যি বলে, তার চিকিৎসা শেষ -
ব্যামো বড়ো কঠিন !
এ রোগে চাই উত্তম পরিবেশ ,
নয় তো হবে ক্ষীণ !


জানাই, সব মেলে, ভরা আরাম -
আছে সবই ঘরে ;
শুয়ে-বসে কাটাই, দিবস-যাম ,
কষ্টরা পিছে পড়ে ।


অগত্যা যাই সে আস্থার দ্বারে ,
তপ-জপের আশা -
পুরুত মশাই, এখন কারাগারে ,
ঘানি টানেন খাসা !


শেষটা ফকির, উপায় বাৎলায় -
এ ব্যামোর ঔষধ ;
হজমে মাতো ! অকাজ-কথায় ,
ব্যাধিরে করো বধ !


(ইং-১৩-০৭-২০১৮)
*-কাব্য সার > সময়ে আজগুবী কথা হজম না হওয়ায়, এ বদহজম, “ব্যামো” ।