ওরা কারিগর, প্যাঁচকাজে তুখড় -
তারা ভাল বোঝে জিলিপির খবর ।
ভোটের প্যাঁচকাজে বেশ আমেজ
নেতারা এ পথে চলে ও সতেজ ।


ভোট তার খেল্ , ছলাকলা-অর্থ
পেশীবলে কর্ম ,ধোঁকাধাড়ি যথার্থ ।
নীতির জালে সারা- জিলিপির প্যাঁচ -
বিজ্ঞজন অহরহ পায় তার আঁচ ।


স্বার্থসাধন, কুর্সিটা মাত্র খেয়াল ,
ছল-বল-কৌশলে, হয় সে বহাল ।
উত্তম এ দেশ, প্যাঁচ ধর্ম সহায়
এমন কি এ নীতি- ভরিছে শিক্ষায় !


ভাষণে আশ্বাসনে দেখায় জিলিপি ,
এ যেন নিয়ম ধারা নেতাদের হবি ।
ভোটের কড়াই,প্যাঁচে প্যাঁচে ভরা  ,
প্যাঁচধর্মী, গ্রামগঞ্জ,-সারা পাড়া ।


(ইং-২০-০২-২০১৯)
*-তুখড় > চালাক, হবি > ধর্ম ।