শোষণ নিয়ে প্রতিযোগিতা
এ এক নিকৃষ্ট প্রথা ,
নির্জীব করতে গোটা সমাজ
বড়ো সে ঘৃণ্যকাজ ।


অপগুণে স্বার্থ ধরে টানাটানি
কিছুর কর্ম মানব হানি ,
সমাজে নফরৎ করে আগাজ ,
উপরে সাধুর সাজ ।


হাজার সুধীর কষ্টের কর্মফল
নিমেষে করে জল ,
আচারে নির্লজ্জ্য নিষ্ঠুর মতিভ্রষ্ট ,
সভ্যতারে করে নষ্ট ।


সৎ-হিতৈষী না করলে দৃষ্টিপাত
অরাজগ হয় না উৎখাত ,
ক্ষেতের আগাছা না হলে ছাঁটাই
ধ্বংস থেকে নিস্তার নাই ।


(২৭-০২-২০২১)
আগাজ > সৃষ্টি ।