সমাজে ঠগবাজ সে খোঁড়ে গর্ত ,
বিছায় শোষণ জাল-সে যে ধূর্ত-
ছলের দাপট- ভরিয়া সংসার–
সতের করে, ধ্বংস-ছারখার ।


একে পর এক করিয়া শোষণ
চায় সমাজে, সহজ উত্তারণ ,
রাতদিন কুহিত, চিন্তার-জাল
কার করা যায় কতটা বেহাল !


মানবতার গুণ শিকেয় তুলে
বিরাজে পাপ-পূণ্য ধর্ম ভুলে ।
ছলেরা চায় না সমাজে- সাম্য -
অর্থ, সিংহভাগ, নিয়ত কাম্য ।


ছলের চাওয়া, ধোঁকার সাম্রাজ্য -
নীচুতা, হীনতা, কুকর্ম কার্য্য ।
ছল দ্বারা কাজ, সংসারে আজ ,
অচিরে হবে রুগ্ন, সমগ্র সমাজ ।


সকলে জানে, বোঝে, এ হাল -
তবু সতেরা ভয়ে- নাজেহাল !
ফুটিবে বেলুন একদা সময় -
ছল ভারে ভূতে, আসিবে প্রলয় !


(ইং-৩০-০৯-২০১৮