মোড়োকে মোড়া মোহময় স্বপন ,
খুলে খুলে দেখায় ক্ষণে-ক্ষণ !
ভোলামনের রাজে, রাজ করিবার -
পায় শাসক উপায়, গোলক ধাঁধার !


যোজনা আয়োগ, তার আগের তরে ,
উদয়, নীতি আয়োগ,নামটা ধরে ।  
সেই পুরাতন মদিরা ! নয়া বোতল -
চোখেতে ধূলো, চমৎকার ছল !
সমূলে দূর হবে, দেশের দুখ -
দু’হাজার বাইসে সুখ হি- সুখ !                  


সুদক্ষ গণৎকার ছক্ কষে-কষে ,
ঘোষণা করেছে- দৃঢ়তা বেশে ;
আশার বাহার ,দেখায় জোরদার ,
গাল ভরা গল্প, কত না আর !


গত সুশাসনের পদ লক্ষ্য করে ,
পূর্ব, জ্ঞানবান মত, ধ্বজা ধরে -
এ সব মহান মহান মাননীয় ,
হতে চায় তারা ,প্রাতঃস্মরণীয় !


দানে, আশ্বাসনের ’পর আশ্বাসন ,
ওরা পটু , দেশ করিতে শাসন !
ওরা দেখেনি কক্ষনো ভুখ ,
জীবনে ভোগেনি কোন দুখ !


(ইং-০৫-১১-২০১৭)


নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট-ইং- ০৫-১১-২০১৭-এ
ঘোষণা করেছেন যে আগামী সন্- ২০২২-এ ভারতের
(Poverty, Dirty, Corruption , Terrorism and Communalism )
দেশ থেকে মিটে যাবে ! ঐ বছর ভারতের স্বাধীনতার বর্ষকাল-৭৫ বৎসর পূর্ণ হবে ।
বলতে tax- লাগে না-“বদ্ হজম”।