জ্বর বাড়লে পারা বাড়ে -
এ নিয়ম সারা সংসারে ।
লাগাম ছাড়া চাহিদা হ’লে
হত্তের কত কায়দা চলে ,
চাই প্রতিটি, নাগালে ঝটপট্
পাগলপারা মন- তাই ছটফট্ ।


পুস্তক মানে জ্ঞান ভাণ্ডার
শহর মানে সুখের খামার ,
খনি,-মাটিতে মেলে হীরা
রাতে ঘুম বেশ আসে
এসব মোহ-চিন্তা ছাড়া ।


টাঁকশালে শুধু টাকা
তবুও পকেট থাকে ফাঁকা
আবার ভেবে ভেবে কষ্ট ,
হল তো শেষমেশ ঘুমটা নষ্ট ?


(০৯-০৪-২০২১)