ভোগ্য দ্রব্য, পুরুত-ঘরে, অধরা
চাল-ডাল-কলায়, ডোলা ভরা ,
বারণে যজমান, মোটে থামে না -
সে মরমে খুশ, কেন শুনিবে মানা ?
বাচনে উপদেশ যদি হয় নিন্দায় ,
পায়ে ধরে তারা ভাসে কান্নায় !


ভাবে জীবন, পাপ তাপে শেষ হবে ,
আসা বৃথা ভবে। দুঃখে জনম যাবে !
একটু যদি না করি পুরুত সেবা ,
কি করে ফলিবে জীবনে মেবা ?


এ তো উত্তম, মম পরম ভাগ্য ,
তিনি দয়ায় নেন, অছুতের ভোগ্য !
যা কিনা শুদ্ধ হয় তাঁর ছোঁয়ায় ,
মোরা তৃপ্তি পাই তাঁর সেবায় ।
পুরুত ঠাকুর খুশ না হ’লে ?
নরক ও মেলে না শেষ কালে !


তাই কেড়ে নিয়ে শিশুর গ্রাস -
ঘি,দুধ,মধুতে খুশী রাখি বারমাস ।
শীতের নেই বস্র, উদলা গতর -
দানি তাঁকে ধুতি- জামা-চাদর !
উদ্ধারে নিজেরে রহিব চিরকাল ,
চাই মাত্র পুণ্য, পাথেয় সম্বল ।
প্রতিবার গৃহে সব ধর্ম অনুষ্ঠানে ,
তিনিই তো ফুঁ দেন, মোদের কানে !


(ইং-১৮-০৩-২০১৮)
পুরুত > পুরোহিত