দিনের যে কোন সময় বহিলে বাতাস ,
ভুখা পায় কত না, মাতানো আভাস ।
সদা কল্পনা ঘেরা, সুস্বাদু মিঠা ঘ্রাণ !
আছে কারণ,- সে প্রবল ক্ষুধার টান ।


সে অতি পিপাসাক্ত তেষ্টায় অধিক -
তাই, মরীচিকা দেখে মরু-পথিক ।
আস্থার-পূজারী দেখে রোজ স্বপ্ন ,
সে উদাস মনে রাতদিন থাকে মগ্ন ।


বেকার স্বপ্ন দেখে খবরের পাতায় -
তার সারা ধ্যান, বিজ্ঞাপন পড়ায় ।
মাতালের স্বপ্ন দু’ঢোক পায় কোথায় ,
তাসুড়ের স্বপ্ন-মন । তাসের আড্ডায় !


রূপ সম্রাট স্বপ্ন দেখে, সুন্দরতায় -
অহরহ নিরীক্ষণ শ্রীমুখ আয়নায় !
বিভোর স্বপ্ন-ভাবুক, স্বপ্নগত-প্রাণ ,
বিচিত্র সংসার, জল-জমি-আশমান ।


(ইং-২৫-১০-২০১৮)