প্রকৃতির ক্রোড়ে চলমান, নীরব ,
অজস্র ভরা জ্ঞান, নেই অভাব ;
উন্মুক্ত চিত্তর আলোকিত মতো -
বিচ্ছুরিত সে জ্ঞান প্রশস্ত কতো !


হেরি সাগর ! জ্ঞানের কলেবর ,
কত বর্ণ-রূপ, সম্পদ, আকর !
সে রত্ন জ্ঞান মনঃস্থির, সাকার ,
আসে না মাথায় সঠিক আকার ।


চাই সমাধান, এ সবের অন্তর -
খুঁজি উত্তর, মাঠে-ঘাটে, প্রান্তর ,
তবু অন্তরে ধারণে সে জ্ঞান -
করি না অজানারে প্রত্যাখ্যান ।


আশায় কেবল সকাল বিকাল ,
সমাধানে মেলে যদি শুভফল ।
অসীম এ ধারা আগেও হায় !
নেই কী অন্তিম যোগ্য উপায় ?


(ইং-১৭-০৮-২০১৮)